জেলা

পাহাড়ের আশা কর্মী ধর্ষণের ঘটনার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল সমতলে

এনএফবি, জলপাইগুড়িঃ

সম্প্রতি দার্জিলিং জেলার কার্সিয়াং -এ এক আশা স্বাস্থ্য কর্মীকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনা ঘটে। এই পৈশাচিক ঘটনার প্রতিবাদ জানিয়ে ও জলপাইগুড়ি জেলার সমস্ত আশা স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার দাবিতে সোমবার জলপাইগুড়ি জেলা আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এক স্বারকলিপি প্রদান করা হয় কোতয়ালি থানায়।
এই প্রসঙ্গে সংগঠনের সভাপতি নেহা বেগম জানান, “আমরা আতঙ্কিত, তাই আমরা চাইছি কার্সিয়াং- এর ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। এর পাশাপাশি আমাদের নিরাপত্তা।”