জেলা

বহরমপুরে শিশু সুরক্ষা বিষয়ে কর্মশালার আয়োজন

এনএফবি, বহরমপুরঃ

বহরমপুর সার্কিট হাউজ কনফারেন্স হলে শিশু সুরক্ষা বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আজকে এই কর্মশালার মূল অনুষ্ঠানটি ছিল লিঙ্গ সংবেদনশীলতা সম্বন্ধে। বিগত দুবছর কোভিডের কারণে বাচ্চারা ঘর থেকে বের হতে পারেনি সেজন্য অনেক বাচ্চা স্কুলছুট হয়ে গিয়েছে ৷ কিছু জনের বিয়ে হয়ে গিয়েছে আবার কিছুজন শিশু শ্রমিক হিসেবে কাজে যোগদান করেছে। শিশু সুরক্ষা বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয় যাতে বাচ্চারা আবার স্কুলে ফেরত আসে, এবং লিঙ্গ সংবেদনশীলতা নিয়ে কি কি সমস্যা সৃষ্টি হয় সমাজে তা নিয়েও আলোচনা করা হয়। এই বিষয়ে ছেলে মেয়ে এবং তৃতীয় লিঙ্গ প্রত্যেকেরই সমস্যা হয় বলে জানা যায়।

নিজস্ব চিত্র

এদিন জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক এই কর্মশালায় উপস্থিত ছিলেন বলে জানা যায় এবং আগামী দিনে আরও বড় ভাবে এই কর্মশালার আয়োজন করা হবে বলেও জানানো হয়।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।