ড্রেনে পড়ে আধার কার্ড, শিরোনামে অরঙ্গাবাদ পোস্ট অফিস

এনএফবি, মুর্শিদাবাদঃ

পোস্ট অফিসের পাশের একটি ড্রেনে ভাসছে কয়েক বান্ডিল আধার কার্ড। রবিবার বিকেল নাগাদ আধার কার্ড গুলি জনসম্মুখে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুতি থানার অরঙ্গাবাদ পোস্ট অফিসে। পোস্ট অফিসের আধার কার্ডের বান্ডিল কি করে এল পাশের ড্রেনে, উঠছে প্রশ্ন। এ নিয়ে তীব্র ক্ষোভ পোষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। পোস্ট অফিসের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অবিলম্বে পুরো বিষয়টি তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। যদিও এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে পোস্ট অফিস কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জানা গিয়েছে, রবিবার বিকেল নাগাদ অরঙ্গাবাদ পোস্ট অফিসের পাশের একটি ড্রেনে কয়েক বান্ডিল আধার কার্ড পড়েছিল। বিষয়টি নজরে আসতেই হইচই শুরু হয়। উল্লেখ্য, এর আগেও অরঙ্গাবাদ পোস্ট অফিসের একাধিক কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার আধার কার্ড ড্রেনে দেখতে পাওয়ায় ফের একবার আলোচনায় উঠে এল অরঙ্গাবাদ পোস্ট অফিস।

আরও পড়ুনঃ প্রতিবন্ধকতা থেকেই শাহীনা পেয়েছেন অনুপ্রেরণা