রাতের অন্ধকারে ভিটিভার চারা পুড়িয়ে দেওয়ার অভিযোগ
এনএফবি, দক্ষিণ দিনাজপুর
প্রত্যেক বছরই বর্ষায় টাঙ্গন নদীর দু’কুল ভাঙ্গনের শিকার হয়। বহু বছর ধরে এই সমস্যা চলে আসছে। নদী তীরকে ভাঙ্গনের হাত থেকে বাঁচাতে গত বছর এগিয়ে আসে বংশীহারী ব্লক নদী ও পরিবেশ সুরক্ষা সমিতি। পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখে সংগঠনের পক্ষ থেকে বংশীহারীতে টাঙ্গন নদীর দুই তীরে প্রচুর সংখ্যক ভেটিভার চারা লাগানো হয়। সযত্নে লালন পালনের ফলে প্রচুর সংখ্যক চারা নদী তীরে তীরে বেড়ে উঠেছিল। যায় জেরে বিগত কয়েক বছরের তুলনায় বর্ষায় নদী ভাঙ্গন অনেকাংশেই কম হয়েছে চলতি বছরে।
সোমবার সকালে হঠাৎ করেই এলাকাবাসীদের নজরে আসে নদী তীরে লাগানো ভিটিভার চারা গুলি রাতের অন্ধকারে কেউ বা কারা পুড়িয়ে দিয়েছে।
বিষয়টি জানাজানি হতেই মুহূর্তে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। নদী ভাঙ্গন রোধে লাগানো ভিটিভার চারা পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন এলাকার পরিবেশপ্রেমী মানুষজন।
বুনিয়াদপুরের বিশিষ্ট পরিবেশ প্রেমী ডঃ অমল পাল জানিয়েছেন, “ভাঙ্গন রোধে টাঙ্গন নদীর তীরে লাগানো ভিটিভার চারা গুলি পুড়িয়ে দেওয়া হয়েছে যা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষজনদের বোঝাবো। প্রশাসনের দ্বারস্থ হওয়ার আগে জনসচেতনতা বাড়াতে হবে যাতে মানুষ নদী ভাঙ্গন রোধে ভেটিভার চারা সম্পর্কে আরো অবগত হয়।”
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।