খুনের অভিযোগ, আদালতের নির্দেশে সুতিতে কবর থেকে তোলা হলো দেহ

এনএফবি, মুর্শিদাবাদঃ

কোর্টের নির্দেশে কবর থেকে এক মহিলার দেহ তুললো প্রশাসন। মঙ্গলবার সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুতি থানার মহেন্দ্রপুরে। সুতি থানার পুলিশ এবং সামসেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডার উপস্থিতিতে সুতি থানার মহেন্দ্রপুর গ্রামের মৃত ফিরোজা বিবি নামে ওই গৃহবধূর দেহ কবর থেকে তোলা হয়।

জানা গিয়েছে, গত ২৩ জানুয়ারি ঘরের মধ্যেই রহস্যজনক ভাবে মৃত্যু হয় সুতি থানার মহেন্দ্রপুর গ্রামের ফিরোজা খাতুন নামে এক গৃহবধূ। ২৪ তারিখই লুকিয়ে কবর দিয়ে দেওয়া হয় তিন ছেলের মা ওই মহিলাকে।

ওই গৃহবধূর বাবার পরিবারের অভিযোগ, ফিরোজা খাতুনকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পরকীয়া সম্পর্কের জেরেই শ্বাসরোধ করে খুন করা হয় তাকে। অভিযোগের তীর মৃত মহিলার স্বামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।

কিন্তু ময়নাতদন্তের আগেই লুকিয়ে করব দেওয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন ফিরোজা খাতুনের বাবার পরিবারের লোকজন। ঠিক তারপরই সুতি থানার মহেন্দ্রপুর কবর স্থান থেকে দেহ তোলার নির্দেশ দেয় আদালত। এ দিন আদালতের নির্দেশ মেনে সুতি থানার বিশাল পুলিশের উপস্থিতিতে এবং ম্যাজিস্ট্রেট হিসাবে সামসেরগঞ্জের বিডিও’র উপস্থিতিতে দেহ কবর থেকে তোলা হয়। কবর থেকে দেহ উদ্ধারের খবর জানাজানি হতেই সাধারণ মানুষের বিশাল ভিড় জমে যায় এলাকায়। কার্যত কড়া নিরাপত্তার মধ্যেই ফিরোজা খাতুনের দেহ কবর স্থান থেকে তোলা হয়।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।