অধীর চৌধুরী দিবাস্বপ্ন দেখছেন , সালারে বললেন হুমায়ুন

হুমায়ুন কবীর

এনএফবি, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালার এলাকায় শুক্রবার সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী নেতা অধীর রঞ্জন চৌধুরীকে একহাতে নিলেন ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবীর।

এদিন সাংবাদিক বৈঠকে ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবীরকে সাংবাদিকরা প্রশ্ন করেন, অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠক করেছেন বহরমপুরে সেখানে তিনি বলেন “মুর্শিদাবাদের সাতটি পুরসভায় সাতটিতেই কংগ্রেস জয়লাভ করবে পুরসভা নির্বাচনে সুষ্ঠুভাবে যদি নির্বাচন সম্পন্ন হয়” এ নিয়ে তৃণমূল কংগ্রেসের মন্তব্য কি? আর এই মন্তব্য কে কটাক্ষ করে শুক্রবার সালারে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বলেন, “অধীর চৌধুরী দিবাস্বপ্ন দেখছেন, দিবা স্বপ্ন দেখা ভালো কিন্তু দিবাস্বপ্ন কোনদিন সফল হয় না। নিশ্চিত ভাবে বাংলার মানুষ তথা মুর্শিদাবাদের মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুর্শিদাবাদের সাতটি পুরসভাতে তৃণমূল কংগ্রেস কে বিপুল ভোটে জয়যুক্ত করবে।”