জেলাফিচার

নসিপুর রেলওয়ে ব্রিজ পরিদর্শনে অধীর

এনএফবি,মুর্শিদাবাদঃ

নসিপুর রেলওয়ে ব্রিজ পরিদর্শনে এলেন অধীর চৌধুরী। শনিবার দুপুরে অধীর চৌধুরী, পূর্ব রেলের চিফ ইঞ্জিনিয়ার অনিল কুমারকে সঙ্গে নিয়ে জিয়াগঞ্জ আজিমগঞ্জ সংলগ্ন নসিপুর রেলওয়ে ব্রিজের জমি সংক্রান্ত সমস্যাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের বলেন দ্রুত সমস্যা মিটিয়ে ব্রিজের কাজ শুরু হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে রেল দফতর থেকে মুর্শিদাবাদ জেলাশাসককে একটি অ্যাপ্রুভাল লেটার দিয়ে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্টোদিকে নসিপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকার অর্থাৎ যেসব জমিদাতাদের জমির উপর দিয়ে ব্রিজ যাবে সেই ৯৭ জন জমি দাতারা বলেন, আমরা ভালো কাজের পক্ষে আছি। তবে আমাদের চাকরির ব্যবস্থা না হলে ব্রিজের কাজ করা যাবে না। জমিদাতাদের দাবি দুই সরকারই তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে চাকরি দেওয়ার এবং তাদের কাছে সরকারের দেওয়া চাকরির ফর্মও নাকি রয়েছে বলে জানিয়েছে তারা। নসিপুর রেলওয়ে ব্রিজের মাত্র সাড়ে ৪০০ থেকে ৫০০ মিটার কাজ বাকি রয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে এই দেড়শ মিটার স্থানের সমস্যার সমাধান হচ্ছে না।

নিজস্ব চিত্র

তবে নসিপুর রেলওয়ে ওভারব্রিজ কানেক্টিং হয়ে গেলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের রাস্তা অনেকটাই কমে যাবে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।