এনএফবি, মুর্শিদাবাদঃ
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে আজ বহরমপুরে সাংবাদিক সম্মেলন করেন লোকসভার পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী। উত্তরপ্রদেশ নির্বাচনে ধর্ম-লিঙ্গ নির্বিশেষে বেনিফিসিয়ারিরা একত্রিত হয়ে বিজেপিকে নির্বাচিত করেছে বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় রাজনীতিতে কংগ্রেস দুর্বল বলে স্বীকার করে নিয়েছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। পর পর দুটি লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে এই মন্তব্য করেও লড়াইয়ের ময়দান কংগ্রেস ছাড়ছেনা বলে উল্লেখ করেন তিনি। আজ বহরমপুরে সাংবাদিক সম্মেলনে অধীর বাবু বলেন,” কোথাও হার হতে পারে, জিতও হতে পারে তবে বিজেপির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কংগ্রেসের লড়াই থামবেনা।”
গোয়ায় মোদিজীকে খুশি করতে তাঁর নির্দেশে গোয়ায় যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ায় বিজেপির হারের সম্ভাবনার অনুমান এই রাজনৈতিক কৌশল বিজেপি নিয়েছিল বলে বিশ্লেষণ করেন অধীর চৌধুরী। গোয়াতে কংগ্রেসকে হারিয়ে মানুষের লাভ হলনা বলে মন্তব্য করেন তিনি।
পাঞ্জাবে সরকার বিরোধী মানসিকতার ভোটই হারের জন্য দায়ী। কংগ্রেস চেষ্টা করেও তা মেরামত করতে পারেনি বলে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাখা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আপ পাঞ্জাবে বিরোধী দল হিসেবে এবং কৃষক আন্দোলনের পক্ষ নেওয়ায় তার ফল পেয়েছে বলেও দাবী করেন অধীরবাবু। জাতীয় রাজনীতিতে আপ একটি প্রাসঙ্গিক মুখ হয়ে উঠছে বলে মন্তব্যও করেন তিনি।