জলদাপাড়ার পর ফের চিলাপাতায় বিপত্তি
এনএফবি, আলিপুরদুয়ারঃ
জলদাপাড়ায় গন্ডারের হামলার পর এবার বিপত্তি চিলাপাতায়। জিপসি বোঝাই পর্যটকদের পথ আটকে এবার প্রচন্ড হুঁশিয়ারি দিলো এক বুনো দাঁতাল। তবে পর্যটকদের দলের পাহারায় একটি কুনকি হাতি থাকায় বিপদ বাড়েনি। তবে দাঁতালের চড়া মেজাজ দেখে এক সময় পিঠটান দেয় কুনকি হাতিও।শেষে আত্মরক্ষার স্বার্থে জিপসি চালকরা গাড়ি পিছিয়ে নেওয়ায় কোনো বিপত্তি ঘটেনি। তবে সঙ্গে কুনকি হাতি না থাকলে যে কোনোও সময় বড় বিপত্তির সম্ভাবনা ছিল।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।