ক্রীড়া

ফের ম্যাচ ফিক্সিংয়ের কালো দাগ ভারতীয় ফুটবলে

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

ম্যাচ ফিক্সিংয়ের ফের কালো দাগ ভারতীয় ফুটবলে। এবার আইলিগের পাঁচটি ক্লাবের উপর অভিযোগ এসেছে ম্যাচ ফিক্সিংয়ের। এই বিষয়ে তদন্ত শুরু করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।

সিঙ্গাপুরের কুখ্যাত আন্তর্জাতিক ম্যাচ ফিক্সার উইলসন রাজ পেরুমাল এতে জড়িত রয়েছেন। যা খবর, অন্ততপক্ষে পাঁচ ভারতীয় ক্লাবকে ‘লিভিং থ্রিডি হোল্ডিংস লিমিটেড’ নামক এক শেল ফার্ম থেকে বিপুল অর্থ যোগান দিয়েছেন পেরুমাল।

অলিম্পিক্স থেকে শুরু করে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব, মহিলা বিশ্বকাপ ও মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টে এই ম্যাচ ফিক্সিংয়ের চক্র চালিয়েছেন পেরুমাল। ফিনল্যান্ড ও হাঙ্গেরিতে ধরাও পড়েন তিনি এবং সিঙ্গাপুরে জেলে যান পেরুমাল।

ইতিমধ্যেই বিষয়টি তদন্ত করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এই নিয়ে ফেডারেশন সচিন শাজি প্রভাকরণ এক সর্বভারতীয় মিডিয়াকে বলেছেন, “ম্যাচ ফিক্সিং একেবারেই বরদাস্ত করে না ফেডারেশন এবং আমরা ক্লাবগুলিকে জানিয়েছে তদন্তে সাহায্য করতে। আমরা এই ধরণের লগ্নির বিষয়ে জানতে পেরেছি এবং আমরা নিশ্চিত করব ভারতীয় ফুটবল যাতে কোনওভাবে ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত না থাকে।”