এআইডিএসও কর্মীকে মারধোর, অভিযোগ অস্বীকার টিএমসিপির

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

আই কার্ড বিলি নিয়ে দলবাজি করার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। প্রতিবাদ করায় এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে শোরগোল। আক্রান্তকে বাঁচাতে গিয়ে রক্ত ঝরলো এআইডিএসও’র কলেজ কমিটির সম্পাদক সুমন সোরেনের। বৃহস্পতিবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বালুরঘাট কলেজে। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করার কথা জানিয়েছেন আক্রান্ত ছাত্রনেতা।

সুমনল সোরেন, আক্রান্ত। নিজস্ব চিত্র

বালুরঘাট কলেজ সূত্রের খবর, গত দু’দিন ধরে প্রথম সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের আই কার্ড বিলি শুরু হয়েছে বালুরঘাট কলেজে। অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের তরফে তৃণমূল সংগঠন করা ছাত্র-ছাত্রীদের আগে আই কার্ড বিলি করছে। যার প্রতিবাদ করায় এক সাধারন ছাত্রকে মারধর করা হয়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও এমন মারধরের ঘটনার প্রতিবাদ করে এআইডিএসও’র কলেজ কমিটির সম্পাদক। সেই সময় তাকেও মারধর করে রক্তপাত করা হয় বলে অভিযোগ।

শুক্লা ভুঁইমালী, টিএমসিপি। নিজস্ব চিত্র

যদিও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এমন অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। গঠনের তরফে শুক্লা ভুইমালি বলেন তারা শুধুমাত্র লাইন ঠিক করছিল। কলেজে কোন গন্ডগোলের ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *