ফেব্রুয়ারিতে কোচবিহারে চালু হচ্ছে বিমান পরিষেবা, জানালেন নিশীথ প্রামাণিক

এনএফবি, কোচবিহারঃ

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কোচবিহার বিমানবন্দর থেকে চালু হচ্ছে বিমান পরিষেবা। ইতিমধ্যেই কোচবিহার বিমানবন্দর থেকে বিমান চলাচলের সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

কোচবিহার বিমানবন্দর থেকে আপাতত ৯ আসনের ছোট বিমান ওঠা-নামা করবে। আজ বিকেলে কোচবিহার বিমানবন্দর পরিদর্শন করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানে তিনি বিমানবন্দরের মাঠ পরিদর্শন করেন।

এদিন সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দীর্ঘদিনের চেষ্টার পরে কেন্দ্র সরকারের উড়ান স্কিমের আওতায় কোচবিহার বিমানবন্দরে আমরা বিমান পরিষেবা চালু করতে চলেছি। সেখান থেকে আমদাবাদ থেকে একটি সংস্থা এর দায়িত্ব পেয়েছে। তারা প্রতিদিন কোচবিহার থেকে কলকাতা, কলকাতা থেকে জামসেদপুর পর্যন্ত বিমান চলাচল করবে। এখানে বড় বিমান চালু করা সম্ভব নয়। তাই আমরা একটি ছোট বিমান চলবে। যা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ওই বিমান পরিষেবা চালু হবে।

তিনি আরও বলেন, বিমান পরিষেবা চালু হলে জেলাবাসীর সুবিধার কথা ভেবে বিমান ভাড়া নেওয়া হবে ৯৯৯ টাকা। সেইটা পেলে কোচবিহার জেলার সাধারণ মানুষের সুবিধা হবে। যদিও এই পরিষেবা তিন মাসের জন্য চলবে। পরবর্তীতে আবার পরিবর্তন করা হবে। কারণ তা না হলে বিমান সংস্থা বন্ধ হয়ে যাবে।

জানা গেছে, দেশের ছোট ছোট বিমানবন্দর থেকে বিমান চালানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ইতিমধ্যেই দেশের একাধিক ছোট বিমানবন্দর থেকে বিমান ওঠানামা শুরু হয়ে গিয়েছে কেন্দ্রের উদ্যোগে। এবার এই তালিকায় সংযোজিত হতে চলেছে কোচবিহার বিমানবন্দরের নাম। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কোচবিহার কলকাতার মধ্যে শুরু হবে ৯ আসনের বিমান পরিষেবা চালু হতে চলেছে।

এদিন এবিষয়ে বিমান সংস্থার এক আধিকারিক অরুন কুমার সিং জানিয়েছেন, আগামী ১৫ তারিখ বিমান পরিষেবা চালু হবে। কোচবিহার থেকে কলকাতা,কলকাতা থেকে জামশেদপুর পর্যন্ত বিমান চলাচল করবে। এই বিমান চলাচলের করবে কলকাতা থেকে সকাল ১০ টা ১০ মিনিটে বিমান ছাড়বে কোচবিহারে এসে পৌঁছাবে ১২ টা ১০ মিনিটে। আবার কোচবিহার থেকে বেলা ১২ টা ৩০ মিনিটে ওই বিমান ছাড়বে কলকাতায় গিয়ে পৌঁছাবে ২ টা ২৫ মিনিটে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।