ক্রীড়াফিচার

রাজ করলেন আজাজ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

৮ বছর বয়সে মুম্বাই ছেড়ে পাড়ি জমিয়েছিলেন নিউজিল্যান্ডের মাটিতে। আজ সেই মুম্বাইয়ের মাঠেই ইতিহাস গড়লেন কিউয়ি স্পিনার আজাজ প্যাটেল। জিম লেকার, অনিল কুম্বলের পর বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেটের মালিক হলেন।২২ বছর পর ফের টেস্টে ইনিংসে ১০ উইকেট নিলেন কোনও বোলার। আজ মুম্বই টেস্টের দ্বিতীয় দিনে আজাজ প্যাটেল ১০ উইকেট নিয়ে ভারতকে থামিয়ে দিলেন ৩২৫ রানে।

এই মুম্বাইয়েই তাঁর জন্ম, ছোট বয়সে নিউজিল্যান্ডে পরিবারের সঙ্গে পাকাপাকিভাবে চলে গেলেও পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই এসেছেন আজাজ। আজ সেখানেই তৈরি করলেন ইতিহাস। ১৯৫৬ সালের ২৬ জুলাই ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের জিম লেকার ৫৩ রানে ১০ উইকেট নিয়েছিলেন। ১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারি দিল্লি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে অনিল কুম্বলে ৭৪ রানের বিনিময়ে ১০ উইকেট নেন। আজ আজাজ নিলেন ১১৯ রানের বিনিময়ে। স্পিন খেলতে পারদর্শী ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে ১২টি মেডেন-সহ ৪৭.৫ ওভারে ২.৪৮ ইকনমিতে ১০ উইকেট নিলেন তিনি।