রাজ্য

পুরভোট নিয়ে আজ সর্বদলীয় বৈঠক, নির্ঘন্ট প্রকাশের সম্ভাবনা

এনএফবি, নিউজ ডেস্কঃ

বকেয়া পুরসভা নির্বাচন নিয়ে আজ সোমবার বেলা ২ টায় সর্বদলীয় বৈঠক ডাকল নির্বাচন কমিশন। বিকেলে সাংবাদিক সম্মেলন করবেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সেখানেই ঘোষিত হতে পারে প্রথম দফার পুর নির্বাচনের নির্ঘন্ট।

আগামী ২২ জানুয়ারি বিধাননগর, আসানসোল, চন্দননগর, শিলিগুড়ি এবং হাওড়া পুর নিগমের ভোট করাতে চায় কমিশন। পুর নির্বাচন নিয়ে আদালতকে দেওয়া হলফনামাতেও সে রকমই জানানো হয়েছে। তবে হাওড়া পুরসভা বিল রাজভবনে আটকে। তাই হাওড়ায় এখনই নির্বাচন করানো সম্ভব বলে মনে করছেন না সংশ্লিষ্ট মহল। তবে বাকি চার পুর নিগমের ভোট ঘোষণা আজ হতে পারে। তবে ভোট গ্রহণের নুন্যতম ২৪ দিন পূর্বে বিজ্ঞপ্তি জারি করা নিয়ম, সেই হিসাবে আরও দু’দিন পরেও বিজ্ঞপ্তি জারি করা যেতে পারে। প্রথম দফার নির্বাচনের পরে আগামী ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় বাকি ১০৯টি পুরসভায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।