কুলাঙ্গার সব বিবেকানন্দ সেজেছে- ফের বেফাঁস অখিল

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

তাঁর বক্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠছিলো। দলীয় বিধায়িকা অভিনেত্রী জুন মালিয়াকে নিয়ে মন্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর (এনএফবি সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি) দলের অভ্যন্তরেই বিপাকে পড়েন। তারপর মাস খানেক আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমাও চেয়েছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী অখিল গিরি। ফের জনসভায় তাঁর বক্তব্যে বেফাঁস শব্দ প্রয়োগ। তবে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য এ দিনের বক্তব্যে তিনি উল্লেখ তার করেন নি।

বৃহস্পতিবার রামনগরে তৃণমূলের জনসভা থেকে অখিল গিরি অঙ্গভঙ্গি করে বলেন, “পাগড়ি বেঁধে ফেলেছে, গেরুয়া পাগড়ি… সুন্দর দেখাচ্ছে, আহা! কুলাঙ্গার সব বিবেকানন্দ সেজেছে।”

বিরোধী শিবির অখিলের এই বক্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন। সংশ্লিষ্ট মহলের মতে, এবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করেই এই মন্তব্য করেছেন।

একইসঙ্গে এ দিনের সভা থেকে, পঞ্চায়েত ভোটে প্রার্থী দেওয়া নিয়েও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম করে চ্যালেঞ্জ করেন। সব আসনে তার জিতবেন বলেও ঘোষণা করেন।

অখিল গিরি ছাড়াও এই সভাতে উপস্থিত ছিলেন সাংসদ শত্রুঘন সিনহা, কুনাল ঘোষ-সহ অনান্য তৃণমূল নেতৃত্ব।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।