তৃণমূল বিধায়কের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, বিক্ষোভ কংগ্রেসের
এনএফবি, মুর্শিদাবাদঃ
সাগরদিঘীর পাটকেলডাঙ্গায় কংগ্রেসের বিক্ষোভ।উপনির্বাচনের প্রচার পর্ব গতকাল সন্ধ্যায় শেষ হয়ে গিয়েছে। তারপরেও আজ রবিবার পাটকেলডাঙ্গা এলাকায় লালগোলার তৃণমূল বিধায়ক মহাম্মদ আলী, ফারাক্কার মইনুল হক এলাকায় ভোট প্রচার করছেন এবং ভোটারদের টাকা দিচ্ছেন বলে অভিযোগ কংগ্রেসের।

এদিন কংগ্রেসকর্মীরা বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে আছে বিশাল পুলিশ বাহিনী। কংগ্রেস কর্মীদের অভিযোগ ১৪৪ ধারা থাকা সত্ত্বেও প্রচার পর্ব শেষে কিভাবে তৃণমূল নেতাকর্মীরা এলাকায় প্রবেশ করতে পারে?
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।