রাজ্যলেটেস্ট

রানীনগরে তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নির্যাতিতার বাড়িতে মহিলা কমিশনের প্রতিনিধি দল

এনএফবি, মুর্শিদাবাদঃ

রাণীনগরের এক মহিলাকে ধর্ষণ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে শনিবার মুর্শিদাবাদে আসেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের এক প্রতিনিধি দল। এ দিনের প্রতিনিধি দলে ছিলেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ার পার্সন লীনা গঙ্গোপাধ্যায়-সহ দেবযানী চক্রবর্তী এবং শুভদীপ ভট্টাচার্য্য।

লীনা গঙ্গোপাধ্যায়, চেয়ারপার্সন পশ্চিমবঙ্গ মহিলা কমিশন

উল্লেখ্য চলতি বছরের সেপ্টম্বর মাসে মুর্শিদাবাদের রানিনগর-২ ব্লকের তৃণমূল কংগ্রেস নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ওই ব্লকের তৃণমূল কংগ্রেস নেতা শাহ আলম সরকারের বিরুদ্ধে। চাপের মুখে পড়ে সেই অভিযোগ তুলে নেওয়ার পরে আবারও পুনরায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারী। সেই অভিযোগের ভিত্তিতে নির্যাতিতা মহিলার গোপন জবানবন্দি রেকর্ড করা হয় সম্প্রতি। এ দিন মহিলা কমিশনের প্রতিনিধি দল নির্যাতিতা মহিলার বাড়িতে যান এবং তাঁর সঙ্গে কথা বলেন।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।