উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ
এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠলো প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুশমন্ডি ব্লকের কাটাল হাট এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, ভোর বেলায় ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় ঘরে ঢুকে দেখা যায় কিশোরী মৃত অবস্থায় পড়ে আছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই পড়ুয়ার নাক মুখে রক্তের চিহ্ন পাওয়া যায়।
এলাকাবাসীর অনুমান ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। মৃত দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুশমন্ডি থানার পুলিশ।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।