ক্রীড়া

অভিযোগ ঘুচছে, বাংলার প্রতিভাবানদের সুযোগ দিতে চলেছে কেকেআর

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

বাংলার প্রতিভাবাদের কলকাতা নাইট রাইডার্স তাঁদের দলে সুযোগ দেয় না এই অভিযোগ তাঁদের ওপর বহুদিনের। এবার কিছুটা হলেও সেই অভিযোগ তাঁদের গা থেকে মুছে ফেলতে মরিয়া শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। আগামীদিনে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনবার জন্য উদ্যোগ নিতে চলেছে কেকেআর (KKR)। তারা একটি একাডেমীও তৈরী করতে চলেছে। আজ সিএবি’র সহযোগীতায় সেই প্রস্তুতিই শুরু করে দিলো কেকেআর। এদিন ইডেনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নাইট দলের দুই ক্রিকেটার নীতিশ রানা ও রিঙ্কু সিং, দলের মেন্টর অভিষেক নায়ার, বিধায়ক দেবাশিস কুমার, সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস।

নিজস্ব চিত্র

দেবাশিস কুমার জানালেন,” সত্যিই এমন বিষয় প্রশংসার দাবি রাখে। কেকেআরকে ধন্যবাদ বাংলার কথা ভাবার জন্য।” নাইট দলের রিঙ্কু সিং জানালেন,”সত্যি খুব ভালো লাগছে দুই বছর পরে ঘরের মাঠে ইডেনে খেলতে পারব বলে। ইডেনের দর্শকদের সামনে খেলা আমাদের দলের কাছে সবসময় স্পেশাল মুহূর্ত।” কেকেআরের গত দুই বছরের খারাপ পারফরমেন্স এর সবথেকে বড় কারণ হল ব্যাটিং লাইনের ধারাবাহিকতা আর সঠিক ব্যাটিং অর্ডার না থাকা। এই বিষয়ে রিঙ্কু জানালেন,”হ্যাঁ এই কারণ নিয়ে দলও চিন্তিত। তবে আমরা ভালো পারফরমেন্স করেছি সাধ্যমত আশা করি আগামী দিনেও ভালো করবো।” গত কয়েক বছর ধরে রিঙ্কুকে দলে নেওয়া হলেও তিনি সেভাবে প্রথম একাদশে সুযোগ পান না। এই বিষয়ে রিঙ্কু জানাচ্ছেন,” টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত আমার কিছু বলার নেই। যখনই সুযোগ পেয়েছি নিজেকে মেলে ধরতে চেষ্টা করেছি।” নীতিশ রানা আবার এশিয়া কাপে আসন্ন ম্যাচে ভারত পাকিস্তান ম্যাচে ভারতকে ফেভারিট বেছে নিয়ে টি২০ বিশ্বকাপে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতার দাবিদার মনে করছেন।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।