অবৈধভাবে তোর্ষা থেকে মাটি তুলে পুকুর ভরাটের অভিযোগ
এনএফবি, কোচবিহারঃ
অবৈধভাবে তোর্ষা থেকে মাটি তুলে একটি পুকুর ভরাটের অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের হরিণচওড়া এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনাস্থলে সিভিক ভলান্টিয়ার উপস্থিত থাকলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। একইসঙ্গে তারা জানিয়েছেন, সেখানকার কিছু তৃণমূল নেতার মদতেই এই কাজ হচ্ছে। বড় বড় পাম্প মেশিন বসিয়ে মোটা পাইপের সাহায্যে নদী থেকে মাটি তোলা হচ্ছে বলে জানা গেছে। আর সেই মাটি তোর্ষার বাঁধের রাস্তার ওপর দিয়ে একটি পুকুরে নিয়ে যাওয়া হচ্ছিল। যে কর্মীরা সেই কাজ করছিলেন তাঁরা বলেছেন, প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকার কন্ট্রাক্টে সেই কাজ হচ্ছে। যদিও অবৈধভাবে মাটি তোলার কাজে তাঁরও মদত ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। আর এই অভিযোগ অস্বীকার করে মকসেদুল হক বলেন, কাজটি বেআইনি হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি মাটি তোলার কাজের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছেন তিনি।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।