কর্তব্যে বিমুখ সিভিক ভলান্টিয়ারের ছবি তোলায় যুবককে মারধরের অভিযোগ, অবরোধ

এনএফবি,মুর্শিদাবাদঃ

রেজিনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো আমজনতা। ঘটনা সূত্রে জানা গিয়েছে যে জনবহুল রাস্তায় ভীষণ জ্যাম ছিল এবং সেইসঙ্গে কিছু লোক রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়েছিল। কিন্তু কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার মোবাইল ফোনে ব্যস্ত ছিল বলে অভিযোগ এবং স্থানীয় এক যুবক সেই রাস্তার গাড়ি এবং সিভিক ভলান্টিয়ারের ছবি মোবাইল ক্যামেরায় তা বন্দি করে। এই কারণে ওই যুবককে বেধড়ক মারধর করে সিভিক ভলান্টিয়ার বলে অভিযোগ। তার ফলে স্থানীয় লোকজন এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।