জেলা

বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর আত্মীয়কে ঢুকতে বাধা দেওয়ায় হাসপাতালের কর্তব্যরত মহিলা নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠল এক রোগীর আত্মীয়ের বিরুদ্ধে। পালটা ওই মহিলা আত্মীয়ের অভিযোগ, হাসপাতালে ঢুকতে চাইলে নিরাপত্তা রক্ষীরাই তাকে মারধর করেছে। রবিবার বিকেলে ওই দুই মহিলার মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।

রূপা দাস সরকার, আক্রান্ত নিরাপত্তা রক্ষী। নিজস্ব চিত্র

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে রোগী দেখার সময় অতিক্রান্ত হওয়ার পরে, এক রোগীর মহিলা আত্মীয় হাসপাতালে ঢুকতে চায়! সেই সময় মহিলা নিরাপত্তা রক্ষীরা তাকে বাধা দেয়। যা নিয়ে বচসা শুরু হয় দুই মহিলার মধ্যে। এরপরে রোগীর ওই আত্মীয় মহিলা নিরাপত্তা রক্ষীকে মারধর করে বলে অভিযোগ।

ছন্দা বর্মন, অভিযুক্ত মহিলা। নিজস্ব চিত্র