স্থানীয়

মানবিকতার নজির! সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিডিও

এনএফবি, কোচবিহারঃ

মানবিকতা যে এখনও বেঁচে রয়েছে তার নজির মিলল এদিন। নিজের দফতর সামলানোর পাশাপাশি এলাকাবাসীদের দুয়ারে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দিনহাটা ২ নং ব্লকের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস। এ যেন উলোট পুরান! এতকাল সাধারণ অসহায় মানুষদের প্রশাসনিক কর্তা বাবুদের দরবারে গিয়ে দুঃখের কথা জানানোর ছবি দেখে অভ্যস্ত নেট নাগরিকরা এবারে যেন হকচকিয়ে গেলেন বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাসের কর্মকাণ্ডে। নিজের অফিসের কাজের ফাঁকে বিডিও সাহেব সটান ঢুকে গেলেন গ্রামে। খোঁজ নিলেন তাদের দৈনিক জীবনের। এমনকি সাহায্যও করলেন নিজের সামর্থ্য মত। আর বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাসের এহেন কর্মকাণ্ডে খুশি এলাকাবাসী থেকে শুরু করে নেট নাগরিকরা। তাদের আবেগভরা কণ্ঠে এখন শুধু একটাই প্রশ্ন প্রশাসনিক আধিকারিকরা কি এমনও হয়!

জানা গিয়েছে, এদিন দুপুরে দিনহাটা ২ নং ব্লকের মোট ১১ জন অত্যন্ত দুঃস্থ মানুষকে সাহায্য করা হয়। সাহেবগঞ্জ নয়ারহাট কিসামত দশগ্রাম বড়শাকদল ৪ টি গ্রাম পঞ্চায়েতের অত্যন্ত দরিদ্র ১১ জনকে ব্লকের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস এবং তার টিম মানুষ মানুষের জন্য আর্থিক সহযোগিতা, পাশাপাশি পরনের বস্ত্র এবং খাদ্য হিসেবে চাল তুলে দেওয়া হয়। এদিন সাহেবগঞ্জ এলাকায় তার এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান উজ্জ্বল তালুকদার। ব্লকের বিডিও’র এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের মানুষজনও।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।