উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দাবি অনন্তের

এনএফবি, কোচবিহারঃ

ফের একবার উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি উঠল। আর এই দাবি উস্কে দিলেন দ্য গ্রেটার কোচবিহার পিপ্রলস এসোসিয়েশনের সুপ্রিমো অনন্ত মহারাজ।
রবিবার নেপালের ঝাপা জেলার রামচকে রাজবংশি সমাজ বিকাশ সমিতির সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে এই কথাই তিনি বলেন। এদিন তিনি ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি দিয়ে সকাল ১১না নাগাদ ৩০০টি ছোট গাড়ির কনভয় নিয়ে রওনা দেন নেপালের উদ্দেশ্যে। এরপর সীমান্ত এলাকায় সাংবাদিকের মুখোমুখি হয়ে জীবনে প্রথম আন্তর্জাতিক সফরে যাওয়ার কথা জানান। নেপালে রাজবংশি সমাজের সিরুয়া উৎসবের আমন্ত্রণ পেয়েই তার এই যাত্রা।

জানা গেছে, ভারতীয় রাজবংশী সম্প্রদায়ের এবং নেপাল রাজবংশী সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতির মেলবন্ধনে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান। সেখানে ভারতীয় রাজবংশী সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার কথা তিনি জানান। সেই অনুষ্ঠানে নেপাল সরকারের প্রতিনিধি থাকবেন বলেও তিনি জানান। ফলে উত্তরবঙ্গের বঞ্চিত মানুষদের স্বার্থে উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া একপ্রকার নিশ্চিত বলে এদিন তিনি দাবি করেন। পাশাপাশি তিনি আরও বলেন কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া ফাইনাল হয়ে গিয়েছে আর তাতে কোনো সন্দেহ নেই এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা।

এর পাশাপাশি উত্তরবঙ্গের বঞ্চনা প্রসঙ্গতে তিনি আরও বলেন স্বাধীনতার পর উত্তরবঙ্গে যা যা উন্নয়ন হবার দরকার ছিল তা কোন কিছুই উন্নয়ন হয়নি। কেন্দ্রশাসিত অঞ্চল হবে এবং উত্তরবঙ্গে অভূতপূর্ব বিকাশ হবেই এমনটাই তিনি জানিয়েছেন।