গ্যাজেটপ্রযুক্তিবিজ্ঞান ও প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ১২ আরও ইউজার ফ্রেন্ডলি

নাজমুল আলম, এনএফবিঃ

অ্যান্ড্রয়েড ১২ গুগলের ল্যান্ডমার্ক আপডেট। পার্সোনালাইজেশন লুকস সিকিউরিটির উপর ভিত্তি করে অ্যান্ড্রয়েড ডেভলপ করা হয়েছে। গুগুলের বক্তব্য ফোনের উপর ব্যবহারকারীর আরও কন্ট্রোল থাকবে।
এই মুহূর্তে স্টেবল ভার্সন থাকছে গুগুল পিক্সেলের জন্য। বেটা ভার্সন স্যামসাং, সাওমি, ভিভো এবং অপো ফোনে কোম্পানির রিলিজ ডেট অনুযায়ী পাওয়া যাবে।

হাইলাইটস

  • নতুন পার্সোনালাইজেশন লেভেল
  • নূতন প্রাইভেসি ড্যাশবোর্ড এবং রেকর্ডিং
  • বেটার নোটিফিকেশন
  • ওয়ান ডিভাইস সার্চ অপশন
  • ওয়ান হান্ড্রেড মুড

যেসব প্রয়োজনীয় টুলস এখানে অ্যাড করা হয়েছে, সেগুলো এক নজরে।

  • স্ক্রলিং স্ক্রীনশট
  • কুইক ট্যাপ
  • ক্রোমের মত শেয়ারিং
  • অটো রোটেট
  • ক্লিপবোর্ড সিকিউরিটি
  • অ্যান্ড্রয়েড টুয়েলভ Easter Egg

এক কথায় অ্যান্ড্রয়েড টুয়েলভ আরো ইউজার ফ্রেন্ডলি হতে চলেছে।