জেলা

স্কুল পরিদর্শকের বিরুদ্ধে ক্ষোভ প্রধান শিক্ষকদের, ডেপুটেশন বহরমপুরে

এনএফবি, মুর্শিদাবাদঃ

বহরমপুরের শিক্ষাভবনে ডেপুটেশন দিলেন বিভিন্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকেরা ৷ তাদের অভিযোগ, স্কুলের কোন সমস্যা বা কোন কাজ নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীলের কাছে গেলে তিনি তাদের কথা ঠিকমত শোনেন না ৷ কোন দিক থেকেই তার কোন রকম সহযোগিতা পাওয়া যায় না ৷ প্রায় সময়ই তিনি প্রধান শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন ৷

জমায়েত ৷ নিজস্ব চিত্র

এই প্রসঙ্গে প্রধান শিক্ষক মহম্মদ কবীর বলেন, “জেলা বিদ্যালয় পরিদর্শক আমাদের অভিভাবকের মতো ৷ তার কাজকে বাস্তবায়িত করাই আমাদের উদ্দেশ্য ৷ কিন্তু কোন কাজ নিয়ে গেলে তিনি অত্যন্ত দুর্ব্যবহার করেন ৷ আজ তারই প্রতিবাদে আমরা জমায়েত হয়েছি ৷ আমাদের দাবি আমরা কোন কাজ নিয়ে গেলে যেন উনি সুব্যবহার করেন এবং সহযোগিতা মূলক আচরণের মাধ্যমে যেকোন সমস্যার সমাধান করুক এটাই আমরা চাইছি ৷”

মহম্মদ কবীর, প্রধান শিক্ষক ৷ নিজস্ব চিত্র

আজ এই সমস্ত দাবি জানাতেই বহরমপুর শিক্ষাভবনে একত্রিত হয়েছিলেন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকরা । জেলা বিদ্যালয় পরিদর্শকের অসহযোগিতামূলক মনোভাবের বিরুদ্ধে আজ বহরমপুরের শিক্ষা ভবনে ডেপুটেশন দেওয়া হয় ৷

প্রতিবাদ ৷ নিজস্ব চিত্র