পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিল ক্ষুব্ধ স্থানীয়রা

এনএফবি, শিলিগুড়ি

বালি পাচার রুখতে অভিযানের সময় পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দিল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের পাহাড়গুমিয়া চা বাগান সংলগ্ন পাথর হেরহরিয়া চেঙ্গা নদী চরে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবরের আসে ঘোষপুকুর ফাঁড়ির থানার পুলিশের কাছে যে বালি পাচার চলছে। এই খবর পেয়ে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির থানার পুলিশ। ঘটনাস্থল পৌঁছাতেই ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়া, নকশালবাড়ি বিধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী। তবে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুলিশ কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

1 thought on “পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিল ক্ষুব্ধ স্থানীয়রা

Comments are closed.