স্থানীয়

বিবাহ বার্ষিকীতে পশুপাখিদের জন্য খাবারের আয়োজন পশুপ্রেমীর

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ‌

নিজের বিবাহবার্ষিকী তে সাড়ম্বরে পালন না করে পশু পাখিদের জন্য নানান ধরণের খাবার ব্যবস্থা করা হয়েছে, নাম দেওয়া হয় “বাপের হোটেল”।

কর্মই ধর্ম সেবাই ব্রত তার, মানব জন্ম একবার পেয়েছেন তাই সেবা করে যেতে চান, ” থাকব না কো বদ্ধ ঘরে বৃক্ষ রোপন বিশ্ব জুড়ে” এমন মনোভাব নিয়ে এগিয়ে চলেছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির শ্যামল জানা। তীব্র দাবদহে মানুষের জীবনে যেমন নাভিশ্বাস উঠছে, তেমন পশুপাখিরাও একটু জল ও খাবারের সন্ধানে প্রখর রোদেও ঘুরে বেড়ায়। তাই তাদের কথা মাথায় রেখে নিজের বাড়ির ছাদে হনুমান ও পাখিদের জন্য নানান ধরণের খাওয়ার ও জলের ব্যবস্থা করেন তিনি। যার মধ্যে রয়েছে বাদাম, ঘাসের বীজ, ছোলা, ভুট্টার দানা, আঙুর, কলা থেকে শুরু করে বিভিন্ন ধরণের খাওয়ার।

নিজস্ব চিত্র।

গরমে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন পশুপ্রেমী শ্যামল জানা। নিজের বিবাহ বার্ষিকীর দিনে নিজের হাতে পশু পাখিদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করে আপ্লুত তিনি নিজেই।