এনএফবি, মুর্শিদাবাদঃ
বহরমপুর রবীন্দ্র সদনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল উত্তরণ নামক এক সংস্থা। ২০০৭ সালে স্থাপিত এই সংস্থা এবারে চোদ্দতম বর্ষে পদার্পন করে। সংস্থার উদ্যোক্তারা উত্তরণকে কলকাতায় আয়োজিত ডোভার লেন সংগীতানুষ্ঠানের ন্যায় বিশ্বব্যাপী উপস্থাপন করতে উদ্যোগী বলে জানান। নতুন শিল্পীদের উপস্থিতি ঘটিয়ে অনুষ্ঠানকে উৎকর্ষ মানে নিয়ে যাওয়ায় লক্ষ্য বলে জানিয়েছেন সংস্থার সদস্য অরিন্দম মন্ডল।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী। এছাড়াও উপস্থিত ছিলেন চিকিৎসক রঞ্জিত রায় চৌধুরী। এদিনের সংগীতানুষ্ঠানের মূল আকর্ষণে ছিলেন প্রয়াত পন্ডিত শুভঙ্কর ব্যানার্জীর পুত্র তবলা বাদক আর্চিক ব্যানার্জি, সঙ্গীত শিল্পী সম্যক ব্যানার্জি, উত্তরণের কর্ণধার সেতার বাদক অরবিন্দ মন্ডল। জেলার তথ্য সংস্কৃতি দফতরের অনুমতিতে কোভিড বিধি মেনে পালিত হয় এদিনের সান্ধ্যকালীন অনুষ্ঠান।