সব সমালোচনার জবাব দিয়ে স্বপ্নের ইনিংস খেলে নাইটদের জয় এনে দিলেন লর্ড রিঙ্কু
অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
কেন তাকে বয়ে বেড়ানো হচ্ছে এই কথা বারবার গত ছয় বছরে শুনতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। তিনি প্রমাণ করলেন সুযোগ পেলে কী করতে পারেন। শেষ ওভারে ৫ টি ছয় মেরে স্বপ্নময় ইনিংস খেলে জয় এনে দিলেন নাইটদের। এ দিন শেষ পাঁচ বলে দরকার ছিল ২৮ রান। সবাই জানত কলকাতা হারবে কিন্তু তিনি হার মানেননি। আর শেষ পাঁচটি বলে পাঁচটি ছক্কা মেরে কেকেআরকে জেতালেন ‘লর্ড’ রিঙ্কু সিং। রিঙ্কুর এই ইনিংসে ভর করেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটানসকে তিন উইকেটে হারিয়ে দিল কেকেআর।
এ দিন গুজরাতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বিজয় শঙ্করের ৬৩, সাই সুদর্শনার ৫৩ রানের উপর ভর করে ২০৪ রান স্কোরবোর্ডে তোলে গুজরাত ২০০-র উপরে রান তুলেছিলেন। বিশাল ইনিংসের সামনে ভেঙ্কটেশ আইয়ার অসাধারণ ইনিংস খেলেন। তিনি করেন ৮৩ রান।নাইটরা মনে হচ্ছিলো জিতে যাবে কিন্তু তখনই ছন্দপতন। ১৭তম ওভারে গুজরাত টাইটান্সের অধিনায়ক আফগানিস্তানের রশিদ খানের দুরন্ত হ্যাটট্রিক। কেকেআরের ভরসার মুখ আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও শার্দূল ঠাকুর তিনজনই পরপর তিন বলে রশিদের শিকার। হার যখন নিশ্চিত তখনই শেষ মুহূর্তে খেলা ঘুরে গেল। নাইট অধিনায়ক নীতিশ রান করেন ৪৫ তবে স্বপ্নের ইনিংস খেলে ২১ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন রিঙ্কু। নাইটদের পরের ম্যাচ আগামী শুক্রবার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।