রাজ্যলেটেস্ট

অনুব্রত কন্যা সুকন্যা সহ ৬ জনকে টেট সার্টিফিকেট নিয়ে কোর্টে হাজির হওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এনএফবি, বীরভূমঃ

গরুপাচার কাণ্ডে তদন্তে অসহযোগিতার অভিযোগে আগেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এবার আরও বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত ৬ জনের টেট পাশ না করেও চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে। এই ছয় জনের মধ্যে রয়েছেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলও। আগামী বৃহস্পতিবার এই ছয়জনকে টেট সার্টিফিকেট এবং নিয়োগপত্র নিয়ে কলকাতা হাইকোর্টে হাজিরা দিতে হবে। বুধবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল তিনটে ফের এই মামলার শুনানি রয়েছে। হাই কোর্টের থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, হাজিরা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে তাঁদের হাইকোর্টে হাজিরা নিশ্চিত করার জন্য বীরভূম জেলার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিষয়টি নিয়ে মামলাকারী পক্ষের আইনজীবী ফিরদৌস শামিম আদালতের বাইরে জানান, “মামলাকারী জানতে পেরেছেন সুকন্যা মণ্ডল টেট ফেল করে চাকরি করছেন। সুকন্যা মণ্ডল ছাড়া আরও পাঁচ জন টেটে পাশ করেননি, কিন্তু চাকরি করছেন। শুধু তাই নয়, এই সুকন্যা মণ্ডল স্কুল পর্যন্ত করতেন না। এতদিন ধরে বেতন পাচ্ছেন। কখনও তিনি বলতেন চাকরি করেন না, আবার কখনও বলতেন চাকরি করেন। কিন্তু কোনওদিন স্কুল যাননি।