রাজ্যলেটেস্ট

মুর্শিদাবাদের প্রান্তিক নাগরিকদের ওপর আরোপিত কর নিয়ে উদ্বিগ্ন অধীর, চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে

এনএফবি, বহরমপুরঃ

বহরমপুরের প্রান্তিক কর্মীদের ওপর আরোপিত কর মুকুবের আবেদন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ৷

জানাগেছে, সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মানব দরদী মুখ্যমন্ত্রী কে চিঠি লিখে অনুরোধ করেন যে , শহরের আর্থিক ভাবে পিছিয়ে পড়া সবজি বিক্রেতা, টোটো চালক, ট্যাক্সি চালক যারা সুষ্ঠ ভাবে জীবনধারণ করতেই আমরণ সংগ্রাম চালাচ্ছেন, তাদের ওপর নির্দয় ভাবে স্থানীয় সরকারী দপ্তর থেকে হঠাৎ করে করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে ৷

এইভাবে আর্থিক অনগ্রসর জনগণের ওপর করের বোঝা চাপানোর ফলে পরোক্ষ ভাবে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছেন ৷ তিনি মুখ্যমন্ত্রীকে চিঠিতে উল্লেখ করে এটাও জানান যে মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে যথেষ্ঠ ওয়াকিবহাল তাই সাধারণ মানুষ এমনিতেই কষ্ট করে দিন যাপন করছে ৷ তার ওপর সরকারের এই ধরণের পদক্ষেপে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ আরও বৃদ্ধি পাবে ৷

তাই পুর দপ্তরের এই ধরণের জনবিরোধী নীতির ওপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন যাতে সরকারের এই নীতি কোন ভাবেই বাস্তবে রূপায়িত না হয় ৷