উৎসব আয়োজন

দক্ষিণ দিনাজপুরে ঐতিহ্যবাহী বারুনী স্নানের আয়োজন

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও আজ মহা সমারোহে পালিত হচ্ছে বারুনী স্নান । আর সেই উপলক্ষ্যে বালুরঘাট ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষাডাঙ্গী এলাকায় আয়োজন করা হয়েছে এই বারুনী স্নানের । পাশাপাশি ঐতিহ্যবাহী এই স্নানকে ঘিরে এলাকাবাসী একটি গঙ্গা পুজোর আয়োজন করে থাকে। এই গঙ্গা পুজোর বয়সও শতবর্ষ পেরিয়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছে। আর এই স্নানযাত্রা ও গঙ্গা পুজো উপলক্ষ্যে টঙ্গী এলাকায় বসেছে একটি মেলাও।

মেলার আয়োজন ৷ নিজস্ব চিত্র

যদিও বিগত দুবছর ধরে করোনা সংকটের জেরে ঐতিহ্যবাহী এই স্নানের আয়োজন করা হয়নি। মহামারি সময়কাল উত্তীর্ণ হতেই আবার এলাকাবাসী মহাসমারোহে উৎসবে মুখর হয়ে উঠেছে।