অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে গ্রেফতার ১

এনএফবি, মালদাঃ

অবৈধভাবে বিদেশি মদ বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ঘটনাটি ঘটেছে ভুতনি থানার তেনুটোলা গ্রামে।

গোপন সূত্রের খবর পেয়ে ভুতনি থানার ওসি কুনাল কান্তি দাসের নেতৃত্বে পুলিশ হানা দেয় তেনুটোলা এলাকায় সেখান থেকে প্রায় ৫০ বোতল বিদেশী মদ উদ্ধার করে পুলিশ। ঘটনায় বিষ্টু চন্দ্র মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

দীর্ঘদিন ধরে টেনু টোলা এলাকায় অবৈধভাবে মত বিক্রি করছিল এই যুবক বলে অভিযোগ।

ভূতনি থানার পুলিশের তৎপরতায় এলাকায় অবৈধ মদ বিক্রি বন্ধ হওয়ায় খুশি এলাকার মানুষজন।
বুধবার ধৃত যুবককে মালদা জেলা আদালতে পেশ করে ভুতনি থানার পুলিশ।