আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভরতপুরে

এনএফবি, মুর্শিদাবাদঃ

ভরতপুর থানা এলাকা থেকে গ্রেফতার দুই ব্যক্তি।

জানা গেছে, শনিবার গভীর রাত্রে কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত বিন্দারপুর গ্রামের ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল কয়েকজন দুষ্কৃতকারী। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে ভরতপুর থানার পুলিশ পৌঁছে পঙ্খী রাজ ওরফে ইউনুস শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে ভরতপুর থানায় নিয়ে আসে।

রবিবার ধৃত পঙ্খী রাজ ওরফে ইউনুস শেখের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কান্দি মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

অন্যদিকে শনিবার গভীর রাতে ভরতপুর থানা এলাকায় নাকা চেকিং করার সময় আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তি গ্রেফতার করা হয়। ধৃত ওই ব্যক্তির নাম রেন্টু শেখ, বাড়ি ভরতপুর থানার অন্তর্গত জজান অঞ্চলের বিন্দারপুর গ্রামে বলে পুলিশ সূত্রে খবর।
ধৃত রেন্টু শেখের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করে রবিবার কান্দি মহকুমা আদালতে পেশ করে পুলিশ।
ধৃতের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।