অমিত শাহ বাংলায় পৌঁছোতেই কর্মী সমর্থকদের গণ পদত্যাগ

এনএফবি, ঝাড়গ্রামঃ

অমিত শাহ বাংলায় পা রাখতেই ঝাড়গ্রামে নতুন জেলা কমিটি গঠনে স্বজনপোষণের অভিযোগ তুলে গণপদত্যাগ করল বিজেপি কর্মী সমর্থকরা । বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা বিজেপি কার্যালয়ে জেলা সভাপতি কে চিঠির মাধ্যমে তাদের দলীয় পদ ও বিজেপি ছাড়ার কথা জানায় । সংখ্যাটা প্রায় দেড়শোর কাছাকাছি । জেলা কমিটির সদস্য, মন্ডল সদস্য, শক্তি কেন্দ্র প্রমুখ , বুথ সভাপতিরা পদত্যাগ করেন ।

বিধানসভা নির্বাচনের সময় বিনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পালহান সরেন । তিনি স্বজনপোষণের অভিযোগ তোলেন । এদিন তিনি বলেন, “বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল দ্বারা আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে আমি সর্বদাই ছিলাম । বর্তমান সময়ে যে নতুন কমিটি গঠন হয়েছে তাতে সকলেই নতুন তাদের রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই । তবু আমার বিশ্বাস এরা ভারতীয় জনতা পার্টি কে আগে এগিয়ে নিয়ে যাবে । কিন্তু একটা কথা বলা দরকার এইভাবে ভারতীয় জনতা পার্টি চলতে পারে না । বর্তমান জেলা সভাপতি যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে বিজেপির কোন ভালো হবে না । আজ দেড়শোজন গণ পদত্যাগ দিয়েছেন, আগামী দিনে আরো গণপদত্যাগ দেবে কারণ এই জেলা সভাপতি থাকলে পার্টি করা যায় না ।” বাংলায় অমিত শাহ আসার দিনে গণ পদত্যাগ কেন এই বিষয়ে পালহান সরেন কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমরা পার্টিকে ভালোবাসি তাই পার্টির ভালো চাই । অমিত শাহজি আজ বাংলায় আসছেন নিশ্চয়ই পার্টির ভালো করবেন । আজ পশ্চিমবাংলায় চারদিকে শুধু বিক্ষুব্ধ বিজেপি কর্মী কে দেখা যাবে কোন নেতাকে দেখা যাবে না । উচ্চ নেতৃত্বরা ঠিক করবে এদেরকে ধরে রাখা উচিত না উচিত নয় কোনটা ভালো” । যদিও এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতোর কোনো মন্তব্য পাওয়া যায়নি ।