বিরাটকে টুইট অশ্বিন-রোহিতের
অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
বিরাট কোহলি ক্যাপ্টেন থাকাকালীন রোহিত শর্মা ও রবিচন্দ্র অশ্বিনকে নিয়েই বিরাটের বিতর্ক বেশি হয়। আর এবার কোহলির ক্যাপ্টেন্সি ছাড়ার পরে এরা দুজনেই বিরাটের জন্য টুইট করলেন। অশ্বিন লেখেন, “যে সফল ক্রিকেট ক্যাপ্টেন অত্যন্ত সম্মানের সঙ্গে আলোচিত হয়ে থাকে। কথা বলা হয় তাদের সাফল্য নিয়ে। কিন্তু বিরাট ক্যাপ্টেন হিসেবে একটা ঐতিহ্য, ছাপ রেখে গেল। লোকে ওর ক্যাপ্টেন্সি ভারতের অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জেতা নিয়ে কথা বলবে।” বিরাটের পরে ভারতীয় টিমের তিন ফর্মাটেই ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে রোহিত শর্মাকে। আপাতত তিনিই সেরা বিকল্প। সেই রোহিত টুইটারে লিখেছেন, “ভীষণ চমকে দেওয়া ঘটনা। তবে টেস্ট ক্যাপ্টেন হিসেবে ভারতকে দারুণ সফল একটা সময় দেওয়ার জন্য বিরাটকে ধন্যবাদ।”
[:en] [:]