আইনজীবীর উপর হামলা

এনএফবি, মুর্শিদাবাদঃ

সম্প্রতি মক্কেলকে জামিন করানোর অপরাধে এক আইনজীবীর উপর আক্রমণ চালালো মামলার বাদী পক্ষের লোকজন। ঘটনায় আহত আইনজীবী মহম্মদ আজিজ আতঙ্কিত। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে ডোমকল থানার ভগীরথপুর রাজ্য সড়কের উপর। আজিজ জানিয়েছেন, গত ২৫ তারিখ কাজ শেষ করে ডোমকলে আমার বাড়ি ফিরছিলাম। ভগীরথপুরের কাছে একটি ফাঁকা মাঠের ধারে কয়েকজন দুষ্কৃতী আমার পথ আটকে মারধর করে। পরে স্থানীয় বাসিন্দারা এসে পড়লে তারা পালিয়ে যায়। ডোমকল থানায় অভিযোগ দায়ের করলেও এখনও দোষীরা ধরা পড়েনি। বার অ্যাসোসিয়েশনে বিষয়টি জানিয়েছি। সোমবার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে বহরমপুর জেলা জজ ও মহকুমা আদালতে কর্ম বিরতির ডাক দিয়েছেন আইনজীবীরা। নিরাপত্তার দাবি তুলে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।