এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
রামপুরহাটের বগটুই কাণ্ডের প্রতিবাদ। কাউন্সিলর শপথ নিয়েই মত্রী সৌমেন মহাপাত্রের সামনেই শপথগ্রহণ অনুষ্ঠান মঞ্চ ছাড়লেন জয়ী বিজেপির ২ কাউন্সিলর। তাম্রলিপ্ত পুরসভার শপথগ্রহণ অনুষ্ঠান সমাপ্ত হওয়ার আগেই অনুষ্ঠানমঞ্চ ছেড়ে বেরিয়ে যান তারা। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়া দাস নায়ক, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শবরী চক্রবর্তী ভট্টাচার্য্য দুজন এইবার তাম্রলিপ্ত পুরসভা ভোটে বিজেপি থেকে জয়ী হয়েছিলেন।
এদিন পূর্বঘোষিত ঘোষণা অনুযায়ী তাম্রলিপ্ত পুরসভার মহেন্দ্র স্মৃতি সদন সভাগৃহে অনুষ্ঠিত হয় তাম্রলিপ্ত পুরসভার ২০টি ওয়ার্ডের কাউন্সিলরদের শপথগ্রহণ। এবারের ভোটে ১৮ টি ওয়ার্ডে জেতে তৃণমূল ও ২ টি ওয়ার্ডে বিজেপি। কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান তমলুকের মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য্য। এরপর রাজ্য তৃণমূলের ঘোষণা মতই সব তৃণমূল কাউন্সিলরদের সম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন দীপেন্দ্র নারায়ণ রায়, ভাইস চেয়ারম্যান হন লীনা মাভই রায়। শপথগ্রহণ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রও। এদিন অনুষ্ঠান মঞ্চ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর অনুষ্ঠান শেষে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে সম্বর্ধনা জানান বিজেপির ২ কাউন্সিলরও।