এনএফবি, মুর্শিদাবাদঃ
মঙ্গলবার রাত্রে বহরমপুর পুরসভার ২১ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী অরুনাভ রায়ের উপর দুষ্কৃতি হামলার অভিযোগ উঠে আসে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে। বহরমপুর পুরসভার বিজেপির নির্বাচনী অবজারভার অনামিকা ঘোষ জানিয়েছেন, এদিন সন্ধ্যায় ২১ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী অরুনাভ রায় দেওয়াল লিখনের কাজ করছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাকে মাটিতে ফেলে এলোপাথাড়ি মারধোর করে এবং হুমকি দেয়, নমিনেশন পত্র তুলে নেওয়ার। প্রহৃত অরুনাভ রায়কে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।