কান্দিতে আলমারী ভেঙে চুরির চেষ্টা, ধৃত ২

এনএফবি,মুর্শিদাবাদঃ

বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার কান্দি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেট্রোল পাম্প সংলগ্ন সম্পান লজের গলিতে এক গৃহস্থের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে দুই ব্যক্তি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গৃহস্থের বাড়িতে আলমারী ভেঙে চুরির চেষ্টা করছিল দুই ব্যক্তি আর তখনই বাড়ির লোকেরা টের পেয়ে এলাকাবাসীদের জড়ো করে ঐ দুই ব্যক্তিকে ধরে ফেলে ৷ পরে কান্দি থানার পুলিশকে খবর দেওয়া হলে কান্দি থানার পুলিশ এসে ঐ দুই ব্যক্তিকে গ্রেফতার করে কান্দি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম চন্দন ঘোষ ও মামুন দাস ৷ তবে দিন-দুপুরে শহর এলাকায় চুরির ঘটনায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে কান্দি পেট্রলপাম্প সংলগ্ন এলাকাতে।

অভিযোগকারী ৷ নিজস্ব চিত্র