ক্রীড়া

শাহীনকে মিস করবেন জানালেন বাবর

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

রবিবার ভারত পাকিস্তান যুদ্ধের উন্মাদনা ছড়িয়ে গেছে ২২ গজে শুরু হবে ভারত-পাকিস্তান মহারণ। এশিয়া কাপের এই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে সমর্থকদের। তবে এই ম্যাচে খেলবেন না শাহীন শাহ আফ্রিদি। কিন্তু তিনি থাকলে এই ম্যাচটি অন্যরকম হতে পারত, এমনটাই জানালেন পাক অধিনায়ক বাবর আজম।

শনিবার সাংবাদিক সম্মেলনে বাবর বলেন, “শাহীন আমাদের অন্যতম সেরা বোলার। ও আগ্রাসন নিয়ে বল করে। পেস আক্রমণকে নেতৃত্ব দেয় ও। তাই ওর অনুপস্থিতি আমরা মিস করব। যদি শাহীন থাকত, তা হলে এই ম্যাচটা একটু অন্যরকম হত। তবে আমাদের অন্য বোলাররাও ভাল বল করছে। বর্তমানে ওরা যথেষ্ট আত্মবিশ্বাসী।” ভারত-পাকিস্তান ম্যাচে কেমন থাকে পরিবেশ, এই নিয়ে বাবর বলেন, “গরম বিষয় বলতে কিছুই নেই। এটা একেবারেই স্বাভাবিক। পেশাদার জীবনে এই সমস্ত কিছু মানিয়ে নিয়েই চলত হয়। আমার মতে, প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। একজন অধিনায়ক হিসেবে নিজের ১০০ শতাংশ দেওয়াটাই আমার মূল উদ্দেশ্য। টি২০ বিশ্বকাপ এখন ইতিহাস। কালকে নতুন দিন শুরু হবে। আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব আমরা, বাকিটা দেখা যাক কী হয়।”

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।