জেলাফিচার

আদিবাসী সংগঠনের ডাকা বনধে মিশ্র প্রভাব দক্ষিণ দিনাজপুরে

এনএফবি, বালুরঘাটঃ

দণ্ডি কান্ডের মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবির পাশাপাশি বিভিন্ন জায়গায় বেশ কিছু আদিবাসী পরিবারকে সাংবিধানিক ন্যায়ের দাবির পাশাপাশি পুলিশ ও সরকার দ্বারা আদিবাসিদের ন্যায় না দেওয়ার প্রতিবাদে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে ১২ঘন্টার বাংলা বনধে এখনও পর্যন্ত দক্ষিন দিনাজপুর জেলায় মিশ্র প্রভাব লক্ষ করা গেছে।

১২ ঘন্টা বাংলা বনধ সফল করতে সকাল থেকেই তৎপর আদিবাসী সেঙ্গেল অভিযান। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট-সহ অনান্য ব্লকেও এদিন সকাল ছয়টা থেকে বনধ পালিত হচ্ছে। বনধের কারণে বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড থেকে কোন বেসরকারি বাস চলাচল করছে না। এদিকে সরকারি বাসস্ট্যান্ডে বাস দাঁড়িয়ে থাকলেও সেভাবে দেখা নেই যাত্রীদের। এক দুটি সরকারি বাস রাস্তায় বের হলেও সেগুলিকে হিলি মোড়ে আটকে দেন আন্দোলনকারীরা। এদিকে অপ্রীতকর ঘটনা এড়াতে বালুরঘাট শহর জুড়ে বিশাল পুলিশ মোতায়ন করা হয়েছে।

অন্যদিকে সপ্তাহের প্রথম দিনে আচমকা এই বনধের ফলে বিপাকে পড়েছেন পথে বেরানো সাধারন মানুষ।