দন্ডি কান্ডের প্রতিবাদে বনধ, আংশিক প্রভাব বালুরঘাটে
এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
সকাল থেকে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বাংলা বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে। জানা গেছে ভোরবেলা বেশ কয়েকটি সরকারী বাস স্ট্যান্ড থেকে বেরোলেও চিত্রটা বদলে গেল বেলা গড়াতে। বালুরঘাট মঙ্গল পুর এলাকায় রাস্থা আটকে অবরোধ করে আদিবাসীরা, যদিও গোটা শহর জুড়ে পুলিশি নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে।
সরকারি বেসরকারি গাড়ির দেখা নেই, দোকান পাট সাধারণ দিনের থেকে অনেকটাই কম খুলেছে বলে জানিয়েছে সিঙ্গেল অভিযানের নেত্রী বর্গ।
মূলত তাদের দাবি দন্ডি কাণ্ডে তৃণমূলের প্রাক্তন মহিলা জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেফতার করতে হবে। এছাড়া আরও ৩ দফায় আজ ১২ ঘন্টার বাংলা বন্ধ ডাকা হয়। আদিবাসী সেঙ্গেল অভিযানের তরফ থেকে।