ক্রীড়া

বিরাট রানে ফিরলেও হারের ধারা অব্যাহত ব্যাঙ্গালোরের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অবশেষে রানে ফিরলেন বিরাট কোহলি (৫৩ বলে ৫৮)। কিন্তু তাঁর দল রয়ে গেল হারের গর্তেই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ছুঁড়ে দেওয়া ১৭১ রানের লক্ষ্য ১৯.৪ ওভারেই তুলে নিল গুজরাত টাইটান্স। নেপথ্যে ডেভিড মিলার (২৪ বলে ৩৯ অপরাজিত) ও রাহুল তেওয়াটিয়ার (২৫ বলে ৪৩ অপরাজিত) ৪০ বলে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি।

এদিন কোহলি ছাড়া ভালো রান পেয়েছেন রজত পতিদার (৩২ বলে ৫২) ও গ্লেন ম্যাক্সওয়েল (১৮ বলে ৩৩)। আইপিএল প্রত্যাবর্তনে গুজরাতের পক্ষে বল হাতে সফল প্রদীপ সাঙ্গোয়ান।

ঋদ্ধিমান সাহা (২২ বলে ২৯) ও শুভমান গিল (২৮ বলে ৩১) ভালো শুরু করলেও রানের গতি বাড়াতে পারেননি। কিন্তু মিলার ও তেওয়াটিয়া সেসব কিছুই আর বাধা হয়ে দাঁড়াতে দেননি। আরসিবি-র পক্ষে দু’টি করে উইকেট নিয়েছেন বাংলার শাহবাজ আহমেদ (২/২৬) ও ওয়ানিন্দু হসরঙ্গা (২/২৮)।