বরফির ট্রেলার ও মিউজিক ভিডিও লঞ্চ
নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আজ উত্তর কলকাতা নাগের বাজার সংলগ্ন একটি শপিংমলে বাংলা ছবির বরফির ট্রেলার ও মিউজিক ভিডিও লঞ্চ হল। ছবিটির লেখক ও পরিচালক শৌভিক দে।
সিনেমাটি এম.এস ফিল্মস অ্যান্ড প্রোডাকশনের ব্যানারে তৈরি, প্রযোজক মিনা শেঠি মন্ডল।
সাসপেন্স থ্রিলার প্রযোজনা স্টার্টিং নির্মাণের পর পরিচালক এবারে নিয়ে আসছে এক রহস্যময় বাংলা ছবি বরফি। এতে অভিনয় করেছেন অভিনেত্রী চন্দ্রায়ী ঘোষ, অনামিকা সাহা, অভিনেতা কৌশিক সেন, অমিত শেঠি, কমলেশ্বর মুখার্জি, অরিত্র দত্ত বণিক-সহ অনান্যরা।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।