জেলা

প্লাস্টিক বনধে সচেতনতা প্রচারে বিচ ম্যারাথন দিঘায়

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

প্লাস্টিক বনধে সচেতনতার বার্তা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের উদ্যেগে সৈকত শহর দীঘায় আয়োজিত হল দীঘা বিচ ম্যারাথন দৌড়। বিধান চন্দ্র রায় ময়দানে সামনে থেকে দৌড় শুরু হয়। ৫ কিমি,১০ কিমি, ২১ কিমি দৌড় প্রতিযোগিতায় দু’হাজার প্রতিযোগী অংশ নেন।

দিঘাকে প্লাস্টিক মুক্ত করতে বিচ ম্যারাথন আয়োজন করা হয়েছে। সঙ্গে উন্মাদনা বাড়ছে বিচ ফেস্টিভ্যাল নিয়েও।

বিচ ম্যারাথন সফল করতে উদ্যোগী হয়েছে রোড রেস অ্যাসোসিয়েশন ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এই বীচ ম্যারাথন ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে সৈকত শহর জুড়ে। রাত ভোর থেকেই শীতের আমেজ মেখে ম্যারাথন সফল করতে হাজির প্রতিযোগীরা।

পরিবেশ রক্ষায় বিশেষ বার্তা প্লাস্টিক দূষণ রোধের এই অবিনব উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশেরই জয়ধ্বনি।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।