রাজ্য

ফের প্রেসিডেন্সি সংশোধনাগারে ঢোকার আগে শারদ বার্তা দিলেন পার্থ

এনএফবি, কলকাতাঃ

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৩ জুলাই ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তারপর থেকে আর বাড়ি ফেরা হয়নি তাঁর। সেই থেকে ইডি হেফাজত, জেল হেফাজত, সিবিআই হেফাজতেই তাঁর দিন কাটছে ৷ শেষে আবার জেল হেফাজত। পুজোর ক’টা দিন গারদেই কাটাতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ৷

কয়েকদিন সিবিআই হেফাজতে থাকার পর আজ থেকে আবার পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় । এদিন সংশোধনাগারে ঢোকার আগে সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন শিল্পমন্ত্রী । বলেছেন, “পুজোয় সবাইকে শুভেচ্ছা।” উল্লেখ্য, বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৫ অক্টোবর (দশমী) পুনরায় তাঁকে আদালতে পেশ করা হবে। ফলে দুর্গাপুজোর দিনগুলি জেলেই কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।