স্থানীয়

বালুরঘাটে প্রাক বর্ষার মরশুমে বেহাল রাস্তা, সমস্যায় গ্রামবাসী

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মামনা থেকে কাটনা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তা তৈরির জন্য পঞ্চায়েতের উদ্যোগে একশো দিনের কাজ প্রকল্পের মাধ্যমে বরাদ্দ হলেও শুধুমাত্র বোর্ড পোতা হয়েছে, কিন্তু রাস্তার কাজ হয়নি।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, প্রায় বছর খানেক আগে রাস্তা তৈরীর বরাদ্দের বোর্ড লাগানো হয়। রাস্তা তৈরির আশায় ছিলেন গ্রামবাসীরা। কিন্তু বছর ঘুরতে চললেও রাস্তার কাজ হয়নি। অল্প বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে উঠেছে কাঁচা রাস্তা।

নিজস্ব চিত্র

এ বিষয়ে যোগ্য গ্রাম পঞ্চায়েত প্রধান পিঠার বানু জানান, “সেসময় যে টাকা বরাদ্দ হয়েছিল, তা বেড়ে যাওয়ায় ঠিকাদার কাজ করতে চাইছে না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি শীঘ্রই কাজ হবে।”

নিজস্ব চিত্র

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।