ক্রীড়া

দলের হারে জ্বলছে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

বেলজিয়াম বেলাইন। গত রবিবার মরক্কোর মুখোমুখি হয়েছিল বেলজিয়াম। এইদিন মরক্কোর বিরুদ্ধে হেরে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে পৌঁছানোর রাস্তা কঠিন করে ফেলল বেলজিয়াম। এবার দল হারার কারণে ভাঙা হল দোকান, গাড়ি। পুড়িয়ে দেওয়া হল একাধিক জিনিসপত্র।

দলের হার মেনে নিতে পারেননি সমর্থকরা। বেলজিয়ামের স্থানীয় সময় সন্ধ্যে ৭টা নাগাদ ব্রাসেলে বিক্ষোভ শুরু করেন সমর্থকরা। একাধিক দোকান, গাড়ি, পোস্টার, বাড়ির জানালা ভেঙে দেন তাঁরা। এর পর পরিস্থিতির সামাল দিতে পদক্ষেপ নেয় পুলিশ।বিক্ষোভকারীদের খোঁজে হেলিকপ্টারে করে টহলদারি শুরু হয়। ম্যাচ হারার পর এমন ভয়ঙ্কর বিক্ষোভের ঘটনা বিশেষ দেখা যায় না বেলজিয়ামে। এই দিন সন্ধের দিকে কয়েক’শো সমর্থক বিক্ষোভ করেন ব্রাসেলে।

পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে কাঁদানেগ্যাস ছোঁড়া হয় পুলিশের তরফে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৫০ বিক্ষোভকারীকে। তাদের মধ্যে ১১ জনকে রাখা হয়েছে জেলে।

বেলজিয়ামকে বিশ্বকাপ শুরুর আগে ফেভারিট ধরেছিলেন অনেকে। কিন্তু তারা ২-০ গোলে হারে মরক্কোর কাছে। হ্যাজার্ড, বাতশুয়াইরা মরক্কান রক্ষণকে পেরোতে পারেননি। ৭৩ মিনিটে সাবিরির গোলে এগিয়ে যায় করিম বেঞ্চেরিফার দেশ। ইনজুরি টাইমে আবুখলাল স্কোরলাইন ২-০ করেন। আপাতত গ্রুপ এফ-এর শীর্ষে রয়েছে মরক্কো।